ত্বকী হত্যার বিচার না হওয়া বিচারহীনতার নগ্ন উদাহরণ: ত্বকীর বাবা

ছবি: সনদ সাহা/স্টার

নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে মোম শিখা প্রজ্বালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।

আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এ আলোক প্রজ্বালনের আয়োজন করা হয়।

নিহত ত্বকীর বাবা ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, 'ত্বকী হত্যার সাড়ে ৯ বছরে সরকার অঘোষিত এক ইন্ডেমনিটির মাধ্যমে বিচার বন্ধ করে রেখেছে। র‌্যাবের তৈরি করে রাখা অভিযোগপত্র আটকে রাখা হয়েছে। র‌্যাব সংবাদ সম্মেলন করে যাদের অভিযুক্ত বলে জানিয়েছে, সরকার-প্রশাসন তাদের নিরাপত্তা দিচ্ছে। সে ঘাতকরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। দেশে বিচারহীনতার এটি একটি নগ্ন উদাহরণ। সরকার প্রতিনিয়ত মানুষের বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করছে, কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করছে, সংবিধানে উল্লেখিত মানুষের মৌলিক অধিকারগুলোকে ক্ষুণ্ন করে চলেছে। স্বাধীনতার আগে ও পরে মানুষ কখনো এমন বিপন্ন বোধ করেনি।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ২০১৬ সালে বলেছেন ত্বকীকে কারা হত্যা করেছে তিনি জানেন, ত্বকীর ঘাতকদের কারা দেশ থেকে পালাতে সাহায্য করেছে তিনি জানেন- কিন্তু তবু আজো সে বিচার হচ্ছে না। সাড়ে ৮ বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয়নি।' এ ছাড়া তিনি সাগর-রুনি ও তনুসহ নারায়ণগঞ্জে নিহত আসিক, চঞ্চল, বুলু ও মিঠু হত্যার দ্রুত বিচার দাবি করেন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ বলেন, 'ত্বকীর ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও তারা বিচারের আওতায় আসছে না। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।' 

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'আপনি কোনো একটি পরিবারের প্রধানমন্ত্রী নন, ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনি নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়ান, নারায়ণগঞ্জের সব হত্যার বিচার করেন।'

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম ও বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসসহ অনেকে। 

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

8h ago