আপডেট: দেশের যেখানে যেখানে হামলা হয়েছে

কুমিল্লার একটি পূজামণ্ডপে গত ১৩ অক্টোবর পবিত্র কোরআন 'অবমাননা'র অভিযোগে দেশের বেশ কয়েকটি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংস হামলার ঘটনা ঘটেছে।
১৩ অক্টোবর কুড়িগ্রাম, চাঁদপুর, মৌলভীবাজার, গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, কক্সবাজারে হামলা হয়। ১৩, ১৪ ও ১৫ অক্টোবর হামলা হয় নোয়াখালীতে। এ ছাড়া, ১৪ অক্টোবর বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে, ১৫ অক্টোবর সিলেটে, ১৬ অক্টোবর ফেনী, ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জের জেলে পল্লীতে, ২১ অক্টোবর বগুড়া সদর উপজেলায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।
সর্বশেষ ২২ অক্টোবর হবিগঞ্জে একটি মণ্ডপে ভাঙচুর করা হয়েছে প্রতিমা। এর আগেও গত ১৩ অক্টোবর হবিগঞ্জের অপর একটি মন্দিরে হামলা করা হয়।
Comments