ধান-চালের অবৈধ মজুদ: বগুড়ায় ১৪ মামলায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

স্টার ফাইল ছবি

ধান ও চালের অবৈধ মজুদ বন্ধ করতে খাদ্য মন্ত্রণালয়ের অভিযানে বগুড়ায় আজ বুধবার মোট ১৪টি মামলায় ব্যবসায়ীদের ১১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ চাল মজুদ, লাইসেন্স বা অনুমোদন ছাড়া চাল মজুদসহ আইন অমান্য করে চালের মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত থাকায় ব্যবসায়ীদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আইন অমান্য করে মজুদ বা মূল্য বৃদ্ধির কারসাজি না করতে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে।

গত সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ধান ও চালের অবৈধ মজুদ বন্ধ করতে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি দল মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করবে।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩,০১৭৯০৪৯৯৯৪২ ও ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে খাদ্য মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Where the spirit meets the bone: A multisensory exhibition to soothe your soul

A multisensory exhibition, titled “Where the Spirit Meets the Bone”, is currently on display at Satori Academy of Arts in the capital’s Banani. This striking exhibit attempts to explore the many layers of human emotions -- from personal wounds to global issues, intimate loss and grief of rediscovering inner self -- through an interplay of sensory cues like touch, sound, or scent.

7h ago