নোয়াখালীতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হত্যাকারীরা তার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।
আবু ছায়েদ ভূঞা রিপন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হত্যাকারীরা তার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার মীরওয়ারিশ গ্রামের বাদি গাছতলায় এ ঘটনা ঘটেছে।

নিহত আবু ছায়েদ ভূঞা রিপন (৪৮) উপজেলার মীরওয়ারিশ ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের মৃত রফিক ভূঞার ছেলে। তিনি মীরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

আজ সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, 'বাবা সোনাপুর-ঢাকা রুটে চলাচলকারী লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন। গত রাতে তিনি কাউন্টার থেকে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।'

তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে তা ধারণা করতে পারছে না নিহতের পরিবার।

ইমরান হোসেন আরও বলেন, 'আমার অসুস্থ কাকার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লাখ টাকা বাবার সঙ্গেই ছিল। ওই টাকা এবং ৩টি মোবাইল ফোন হত্যাকারীরা লুট করে নিয়ে গেছে।'

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, 'মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

1h ago