পদ্মায় ইলিশ ধরায় ৩১ জেলের ১ বছর করে কারাদণ্ড 

মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৩১ জন জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ২০ হাজার ৫০০ মিটারের বেশি কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৩১ জন জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিবচরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এম রকিবুল হাসান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, আজ নিষেধাজ্ঞার ১৩তম দিনে জেলা প্রশাসনসহ শিবচর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার দুপুর থেকে উপজেলার  কাঁঠালবাড়ি, বাংলাবাজার, চরজানাজার, নাওডোবাসহ পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে ৩১ জন জেলেকে আটক করা হয়। তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ২০ হাজার ৫০০ মিটারের বেশি কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয় অভিযানে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago