পিরোজপুরে প্রতিবেশীর লাঠির আঘাতে যুবক নিহত

পিরোজপুরের নেছারাবাদে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান (২৮) ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে এবং পেশায় ট্রলার চালক। অভিযুক্ত প্রতিবেশী সরোয়ার (৪০) একই গ্রামের বাসিন্দা এবং পেশায় বলগেট চালক (বালু বোঝাই ট্রলার)।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তবে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সোহেল আহম্মেদ বলেন, 'কিছু দিন আগে হাসানের স্ত্রী ফাতেমা এবং সরোয়ারের ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান বাদী হয়ে পিরোজপুরের আদালতে একটি মামলা দায়ের করেন। গতকাল আদালত থেকে সাইদুলের বাড়ীতে একটি নোটিশ পাঠানো হয়। এতে সাইদুলের ভাই সরোয়ার ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে আজ সকাল ৭টার দিকে কাজে বের হওয়ার সময় হাসানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে সরোয়ার। আহত অবস্থায় হাসানকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সরোয়ার পলাতক আছেন।'

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

1h ago