জাতীয় নির্বাচনে পূর্ণ মনোযোগ জুলাইয়ের পর: ইসি আহসান হাবিব
জুলাইয়ের পর নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে পূর্ণ মনোনিবেশ করবে বলে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান জানিয়েছেন।
আগামী ৩০ জুলাই চট্টগ্রামে একটি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর কমিশন জাতীয় নির্বাচনের বিষয়ে কাজ শুরু করবে বলে মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আহসান হাবিব এসব কথা জানান।
আগামী ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এবং কাউখালী ও নেছারাবাদ উপজেলার ২ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
ইসি আহসান হাবিব বলেন, 'একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন উপহার দিতে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এজন্য আমরা শপথ নিয়েছি।'
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, 'সব নির্বাচনই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।'
এর আগে তিনি সকালে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের প্রার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
Comments