ফাল্গুনীকে মারধরের মামলায় ছাত্রলীগের ৫ নেতার বিচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত।

এই ৫ জন হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মো. শাহ জালাল, ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক উপ-সম্পাদক শেখ তানসেন ও ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক।

ছাত্রলীগের এই ৫ নেতা বর্তমানে জামিনে আছেন এবং তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর অভিযোগ পড়ে শোনানোর পর তারা ন্যায়বিচার দাবি করেন। এরপর ম্যাজিস্ট্রেট মামলাটির বিচার শুরুর জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ১৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন।

গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও হল ইউনিয়নের সাবেক সহকারী সাধারণ সম্পাদক ফাল্গুনি দাস তন্বী বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। তারপর ম্যাজিস্ট্রেট মামলাটি বিবেচনায় নিয়ে অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন।

পরে আদালত অভিযোগটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২০ সালেন ২৩ ডিসেম্বর ঢাবি ক্যাম্পাসের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ফাল্গুনি দাস তন্বীকে মারধর করেন।

Comments