বিলাইছড়ি হত্যাকাণ্ডের ১২ দিন পর মামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটির বিলাইছড়িতে গুলি করে ত্রিপুরা সম্প্রদায়ের তিন জনকে হত্যার ঘটনার ১২ দিন পর মামলা হয়েছে।

মামলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা 'বম পার্টি'র অজ্ঞাতনামা ২৫-৩০ সদস্যকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিলাইছড়ি থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলমগীর।

তিনি জানান, গত ২১ জুন বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় গুলিতে নিহত ধনরাম ত্রিপুরার বাবা চিতারাং ত্রিপুরা (৬৫) মামলাটি করেন।

গুরুতর জখম, হত্যা ও হত্যা চেষ্টার দায়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গত ২১ জুন কুকি চিন বম পার্টির সদস্যরা অতর্কিত হামলা চালায় সাইজাম পাড়ায়। এসময় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের হুমকি দেওয়া হয়।

হামলাকারীরা সবুজ রঙের চেক পোশাক পরা ছিল বলে উল্লেখ করা হয়েছে মামলায়।

হামলায় নিহতরা হলেন- বিচাই চন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও ধনরাম ত্রিপুরা। হামলায় গুরুতর আহত শিশু অনন্ত ত্রিপুরা ও সুমনা ত্রিপুরা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

বিলাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago