বাসাবোতে ধারাল অস্ত্রের আঘাতে হিউম্যান হলারচালককে হত্যা

‘ধারাল অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে, হত্যার কারণ জানার চেষ্টা চলছে।’
প্রতীকী ছবি

রাজধানীর বাসাবো এলাকায় হিউম্যান হলারচালক (লেগুনা) নাদিম হোসেনকে (২৮) ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোরে বাসাবো বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নাদিমের বড় ভাই মো. শাহিন হোসেন জানান, তারা সবুজবাগের ওহাব কলোনি এলাকার একটি বাসায় থাকেন। তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালামহিদ্দা গ্রামে।

তিনি বলেন, 'নাদিম লেগুনা চালাতো। বাকপ্রতিবন্ধী ছিল, কথা বলতে পারতো না। গত রাতে নাদিমের বন্ধু কাউসার তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ভোরে ওহাব কলোনির মাদ্রাসা গলিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।'

নুরুল ইসলাম বলেন, 'ভোরে ওহাব কলোনির মাদ্রাসা গলি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারাল অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে, হত্যার কারণ জানার চেষ্টা চলছে।'

Comments