ভোলায় সংঘর্ষ: পুলিশের ২ মামলায় আসামি ৬০০

সংঘর্ষে নিহত আবদুর রহিমের মরদেহ ঘিরে স্বজনদের বিলাপ। ছবি: সংগৃহীত

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহতের ঘটনায় হত্যা মামলাসহ ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে ভোলা সদর থানায় থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন এসব মামলা দায়ের করেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি কাজে বাধাদান ও হত্যা মামলাসহ ২টি মামলা হয়েছে। সরকারি কাজে বাধাদানের মামলায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া, হত্যা মামলায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ আসামি রয়েছেন।'

মামলার বিষয়ে বাদী এসআই মো. জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি এখন অভিযানে রয়েছি। বিস্তারিত বলতে পারব না।'

মামলার বিস্তারিত বিষয় ওসির কাছ থেকে জেনে নিতে বলেন তিনি।

সদর থানা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধাদানের মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় সব পদাধিকারীকে আসামি করা হয়েছে।

তবে এসব মামলায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে সদর থানা।

ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'মামলা ২টি একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। এ কারণে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলায় বাদী হয়েছে। এ ছাড়া, ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।'

এদিকে, বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টার পর বরিশালসহ সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

4h ago