ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি রেস্টুরেন্টে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের সময় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঠানপাড়া মোড়ে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর কুট্টাপাড়া এলাকার রাব্বি টিস্যু পেপার চান। রেস্টুরেন্টের কর্মচারী জানান, টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে প্রথমে রাব্বি ও কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতে টর্চ লাইট ও অন্যান্য আলোর মাধ্যমে চলা এই সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে রাত আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি।

Comments

The Daily Star  | English

G7 expresses support for Israel, calls Iran source of instability

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago