রংপুরে শিশু ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় স্থানীয় মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় স্থানীয় মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৪ নভেম্বর ১০ বছর বয়সী শিশু ঝাকুয়াপাড়া নতুন মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিক হুজুরের কাছে অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে মসজিদে আরবি পড়তে যায়। আতিক অন্যান্য ছেলেমেয়েদের ছুটি দিয়ে ওই ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়। বাড়িতে ফিরে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে শিশুটি বিষয়টি জানায় এবং এলাকাবাসী আতিকুলকে আটক করে।

এ ঘটনায় শিশুটির পরিবার তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের জেরা ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক আসামি আতিকুল ইসলামকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

Comments