রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু বক্কর গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত সন্ত্রাসী আবু বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন জানায়, এ সময় বক্করের কাছ থেকে দেশে তৈরি একটি দোনলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের পূর্ব বি-৭৬ ব্লকের সামনের সড়ক থেকে বক্করকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এপিবিএনের এই কর্মকর্তার ভাষ্য, আবু বক্কর গত বছরের ২১ অক্টোবর বালুখালী ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ মাদ্রাসায় ৬ জনকে হত্যা ও চলতি বছরের ৯ জুন বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, 'আবু বক্করকে আজ রোববার আদালতে পাঠানো হবে।'
Comments