শাশুড়ির বস্তাবন্দী মরদেহ উদ্ধার, পুত্রবধূ গ্রেপ্তার

কক্সবাজারে শিশু আলো হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের রামু উপজেলায় শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে শাশুড়ি মমতাজ বেগমের (৬৫) বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর পুত্রবধূ রাশেদা বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী হাজির পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাড়ির আঙিনার মাটি উঁচু দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে মায়ের মরদেহ দেখতে পায় সন্তানরা। আজ সন্ধ্যায় পুলিশ মমতাজ বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক অরূপ কুমার চৌধুরী বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাশেদা শাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago