দুধকুমার নদে নিখোঁজ সেই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থী সাজিম ইসলামের (১৩) মরদেহ উদ্ধার হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজিম ইসলাম নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১টার দিকে সাজিম ও তার তিন বন্ধু দুধকুমার নদে গোসল করতে যায়। গোসলের পর বন্ধুরা তীরে ফিরলেও সাজিম পানির স্রোতে ভেসে যায়।
পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকাজ চালায়। আজ সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয় এবং বিকেল ৫টায় সাজিমের মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তার মরদেহটি পানির নিচে তলিয়ে ছিল।
Comments