শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন।

আজ বুধবার ৪টি পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী ফারুক হোসেন ২১০ জনের পক্ষে দুটি পৃথক রিটের শুনানি করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ৪৮৩ জনকে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগে এনটিআরসিএকে সুপারিশ করতে হবে। ২০১৯ সালে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তারা প্রারম্ভিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এনটিআরসিএ তাদের নিয়োগে সুপারিশ করেনি।

Comments