সন্তান মেয়ে হওয়ায় হত্যা, বাবার ফাঁসির আদেশ

শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সিরাজগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. বদিউজ্জামান (২৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের বাসিন্দা। রায়ের পর আদালত থেকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, মুকুন্দগাতি গ্রামের বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে একটি কন্যা সন্তান ছিলেন। পরে আরও একটি কন্যা সন্তানের জন্ম হলে বদিউজ্জামান সেটা মেনে নিতে পারেনি। মেয়েকে মেরে ফেলবেন বলে প্রায়ই  হুমকি দিতেন তিনি।

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের শিশুটিকে মাটিতে ফেলে পায়ে পিষে হত্যা করে লাশ পাশের খালে ফেলে দেন তিনি।

এ ঘটনায় স্ত্রী সুন্দরী খাতুন বাদি হয়ে বদিউজ্জামানের বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বদিউজ্জামানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট ওয়াজকুরুনি রকেট দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামি বদিউজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। '

রায়ের সময় আসামি বদিউজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।  

Comments