সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্যহ নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা কল্যাণ ভবনের পাশের রাস্তায় বাসের ভেতর যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশের একটি টিম আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি বলেন, 'সাভার পরিবহনের ওই বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে বাসটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।'

ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

বাসের যাত্রীরা রাতে সাংবাদিকদের জানিয়েছিলেন, বাইপাইল থেকে কয়েকজন একসঙ্গে বাসে ওঠে। নবীনগরে সেনা মার্কেটের সামনে বাস আসার পর তাদের একজন ছুরি নিয়ে ড্রাইভারের কাছে গিয়ে গাড়ি থামাতে বলে।

সে সময় যাত্রীরা ডাকাত বলে চিৎকার করলে পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের এস আই হেলাল বাসে উঠে ছুরি হাতে থাকা একজনকে জাপটে ধরেন।

পরে উপস্থিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

30m ago