ডিবি সেজে ছিনতাই করা নারায়ণগঞ্জের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

তপু তার ৩ সহযোগীদের নিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গত ৪ এপ্রিল এক সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকা লুট করেছেন
ডিবি সেজে ছিনতাই করা নারায়ণগঞ্জের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
তপু চন্দ্র ঘোষ। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক সৌদি আরব প্রবাসীর ১৭ লাখ টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করেছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।'

তপু সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে৷ ২০১৯ সালের জুলাইতে জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলে ওই কমিটিতে ছাত্রলীগের সহসভাপতির পদ পান তপু।

পুলিশ জানায়, তপু তার ৩ সহযোগীদের নিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গত ৪ এপ্রিল এক সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকা লুট করেছেন। গ্রেপ্তার হবার পরদিন রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামিরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তপু চন্দ্র ঘোষের নেতৃত্বে ডিবি পরিচয়ে আসামিরা ছিনতাই করে৷ এর আগেও তারা এই কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন৷ নেতৃত্ব দেবার কারণে টাকা ভাগাভাগির সময় তপু বেশি ভাগ নিতেন বলে অপর আসামিরা জানিয়েছেন।'

Comments