সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা, ডিপো মালিকের নাম নেই

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ctg-fire_ds.jpg
ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতরাত ১২টার পর সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন।

তবে মামলায় ডিপোর মালিক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানকে আসামি করা হয়নি এবং তদন্তের স্বার্থে আসামিদের নাম জানায়নি পুলিশ।

আজ বুধবার সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম মামলার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। তদন্তে মালিকপক্ষের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও আসামি করা হবে।'

উল্লেখ্য, গত শনিবার রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোর একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। তার দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য ৯ জন এবং নিখোঁজ ৩ জন। 
 

Comments