সেই শিশুর ক্ষতিপূরণ-লালনপালনে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার সময় জন্ম নেওয়া শিশুর জন্য ক্ষতিপূরণ ও লালনপালনসহ তার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ১৫ দিনের মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে গঠিত ট্রাস্টি বোর্ডকে এ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অসুস্থ শিশুটির দেখাশোনার জন্য আদালত সমাজকল্যাণ সচিবকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

কমিটিকে ৩ মাসের মধ্যে শিশুর কল্যাণে করণীয় সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিয়া জনস্বার্থে রিট আবেদনটি করেন।

আবেদনে ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ দিতে, তার সার্বিক কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করতে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে যথাযথভাবে লালনপালনের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়।

গত শনিবার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাম করানোর জন্য গ্রাম থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় গিয়েছিলেন জাহাঙ্গীর আলম (৩৫)।

কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তিনি, তার স্ত্রী রত্না বেগম (২৬) ও মেয়ে সানজিদা (৩)— ৩ জনই নিহত হন। একই সময় দুর্ঘটনাস্থলেই জন্ম নেয় রত্না বেগমের পেটে থাকা শিশুটি।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহসিব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

Comments

The Daily Star  | English

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

21m ago