সেলিম খানকে বালু উত্তোলনে হাইকোর্টের অনুমোদন আপিল বিভাগে বাতিল

সেলিম খান
সেলিম খান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদী থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সেলিম খানকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া রায় খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, এই আদেশের অর্থ চাঁদপুরে মেঘনা নদী থেকে কোনো বালু উত্তোলন করা যাবে না।

হাইকোর্টের নির্দেশনা বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ২০১৮ সালের ৫ এপ্রিল চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানকে চাঁদপুর সদর ও হাইমচর এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি দেয়।

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, মেঘনা নদী থেকে বালু উত্তোলনের জন্য সরকারের কোনো অনুমতি ও বৈধ কাগজপত্র না থাকায় সেলিম হাইকোর্টের নির্দেশকে বিভ্রান্ত করে তা গ্রহণ করেছেন।

সেলিম খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago