হরিণের ৪ মাথা-চামড়া ও ৪০ কেজি মাংসসহ শিকারি গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

সুন্দরবন থেকে ৪০ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ মিজান হাওলাদার (৪৫) নামের এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। পরে তাকে বন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কাটকা অভয়ারণ্য কেন্দ্রের ছোটো ভাদরুদ্দিন খালের ভেতর থেকে ওই শিকারিকে আটক করা হয়।

এ সময় বনরক্ষীরা তার নৌকায় থাকা ৪০ কেজি হরিণের মাংস, ৪টি করে মাথা ও চামড়া, ২টি ডিঙি নৌকা ও ১৯টি হরিণ ধরার ফাঁদ জব্দ করে।
আটক মিজান হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে।

সুন্দরবনের কাটকা অভয়ারণ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ জানান, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ভাদরুদ্দিন খালে কয়েকজন শিকারির দেখা পান। বন বিভাগের লোকদের দেখে অন্য শিকারিরা জঙ্গলে পালিয়ে গেলেও মিজানকে ধরতে সক্ষম হন তারা।

মিজানের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

5h ago