গত বারের তুলনায় এবার কোরবানি বেড়েছে সাড়ে ৮ লাখ

ফাইল ফটো

এবার ঈদুল আজহায় সারা দেশে গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৮ লাখ বেশি পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অর্থাৎ প্রায় ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে কোরবানির পশুর সংখ্যা।

আজ সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে আরও জানা যায়, এ বছর ঈদুল আজহায় মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি দেওয়া হয়েছে।

গত বছর ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদি পশু কোরবানি দেওয়া হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago