ঘাটাইলে প্রস্তাবিত আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

ঘাটাইলে প্রতিকী অনশন, গণসংগীত এবং প্রতিবাদ সভা। ছবি:মির্জা শাকিল/স্টার

প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ঘাটাইল উপজেলার পরিবর্তে পাশের মধুপুর উপজেলায় স্থানান্তরের প্রতিবাদে প্রতিকী অনশন, গণসংগীত এবং প্রতিবাদ সভা করেছে ঘাটাইলের বাসিন্দারা।

আজ সোমবার আইটি পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান উপজেলার গৌরীশ্বর এলাকায় কয়েক ঘন্টার এ কর্মসূচির আয়োজন করে আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটি।

বক্তারা প্রস্তাবিত এবং দলিল সম্পাদিত নির্ধারিত স্থানেই ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের দাবি জানান।

সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটির সদস্য সচিব আতিকুর রহমানসহ অনেকে।

দাবি আদায়ে আগামী ১৬ জুন ঘাটাইলে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। তাতেও দাবি আদায় না হলে পরবর্তীতে মহাসড়ক অবরোধ ও হরতালসহ কঠোর কর্মসূচী গ্রহণের হুমকি দেন আন্দোলনকারীরা।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি হাই-টেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়ার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের অনুমোদন দেওয়া হয়। পরে ১ লাখ ১ হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ১২ একর ৭৭ শতাংশ খাস জমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়। কিন্তু জানা যায়, একনেকের সভায় অর্থ ছাড় দেওয়া হয়েছে ঘাটাইলের পার্শ্ববর্তী উপজেলা মধুপুরের নামে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন, ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করে ঘাটাইলবাসী।

শেখ কামাল আইটি ট্রেনিং  এন্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটির সদস্য সচিব আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রভাব খাটিয়ে আইটি পার্কটি তার নির্বাচনী এলাকা মধুপুর উপজেলায় নিয়ে গেছেন।

এ বিষয়ে সম্প্রতি ঘাটাইল আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আইটি সেন্টারটি যে ঘাটাইলে হওয়ার কথা তা তিনি জানতেন না। টাঙ্গাইল সদরের কাছে ভালো কোনো জায়গা না থাকায় সংশ্লিষ্ট মন্ত্রী এটি করার জন্য মধুপুরে একটি খাস জমি চাইলে তিনি সম্মতি দেন।

আন্দোলনকারীরা বলছেন, ঘাটাইল উপজেলা জেলার প্রায় মধ্যস্থলে অবস্থিত হওয়ায় আশেপাশের উপজেলার মানুষও আইটি পার্কটির সুফল পেতে পারতো। কিন্তু মধুপুর জেলার একপ্রান্তে অবস্থিত।

Comments

The Daily Star  | English
free 1gb data for all users

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago