চট্টগ্রামে হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।

মৃত শরিফুল ইসলাম (৩৫) সাতক্ষীরা জেলার কলারোয়ার বাসিন্দা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শরিফুল ক্যান্সারে ভুগছিলেন এবং গত ৫ মে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কক্সবাজারে দায়ের করা একটি মাদক মামলার আসামি ছিলেন। পরে তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।'

মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Comments