ঢাকা-আরিচা মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে ৫ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সাভার থেকে আমিন বাজার ঘুরে মহাসড়কের এই চিত্র দেখা গেছে।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট। ছব: স্টার

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে ৫ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সাভার থেকে আমিন বাজার ঘুরে মহাসড়কের এই চিত্র দেখা গেছে।

ঢাকা উত্তর ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, কোরবানির পশুবাহী ট্রাক গাবতলি হাটে প্রবেশ করছে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চালকেরা নিয়ম না মেনে তুরাগ এলাকায় ইচ্ছে মতো চলাচলের চেষ্টা করায় ঢাকামুখী লেনে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

মহাসড়কে যানবাহনের চাপের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে গবাদি পশুবাহী যানবাহনের সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম। সড়কে পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদেরকে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য দেওয়া হয়েছে।

যানজটে আটকে থাকা মৌমিতা পরিবহনের যাত্রী আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আমি বেলা ২টার দিকে সাভার থেকে গাবতলির উদ্দেশে রওনা হই। তুরাগ ব্রিজ এলাকায় প্রায় ৪৫ মিনিট ধরে যানজটে আটকে আছি।

Comments