উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০
ঢাকা-বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে নারী শিশুসহ অন্তত ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ চলায় সড়কের ২ পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি ঢাকা থেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় যাচ্ছিল।
নিহতদের মধ্যে ৯ জন নারী ও একজন পুরুষ। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যমুনা লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।'
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাদার শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন. 'দুর্ঘটনায় আহত ১৪ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে উজিরপুরের মান্ডপপাশা গ্রামের ৪০ বছর বয়সী মাধব মারা গেছেন। আহতদের মধ্যে আরও অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।'
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তারা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন।'
আহত যাত্রী ও পুলিশ ডেইলি স্টারকে জানায় গাড়িটি দ্রুতবেগে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি প্রাচীন মেহগনি গাছে ধাক্কা খায়।
Comments