কন্টেইনারে রাসায়নিক পদার্থ, জানানো হয়নি ফায়ার সার্ভিসকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়নি।
পানির সংকটে এক পর্যায়ে নিরাপদে সরে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মো. সুমন/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়নি।

আজ রোববার সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ অগ্নিনির্বাপক কর্মী নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন জানিয়ে মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাজাহান শিকদার বলেন, 'সাম্প্রতিক ইতিহাসে কোনো দুর্ঘটনায় এতজন অগ্নিনির্বাপক কর্মী একসঙ্গে মারা যাননি।'

নিহতদের মধ্যে এখন পর্যন্ত কুমিরা স্টেশন অফিসার (নার্সিং সহকারী) মনিরুজ্জামানের পরিচয় পাওয়া গেছে।

শাজাহান শিকদার জানান, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন অগ্নিনির্বাপক কর্মী।

আগুন নেভানোর চেষ্টা করার সময় অগ্নিনির্বাপক কর্মীরা একটি কন্টেইনারের কাছাকাছি থাকা অবস্থায় সেটি বিস্ফোরিত হয়।

Comments