কালিয়াকৈরে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্ক রেল স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (৩০) বছর।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি হাইটেক পার্ক স্টেশন অতিক্রম করার পর ওই যুবক ট্রেন থেকে পড়ে গেলে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।'
 

Comments