কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে

মিরপুর উপজেলার হালসা রেলস্টেশনে লুপ লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে মিরপুরের হালসা রেলস্টেশনে লুপ লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তবে লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটার কারণে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় সকাল ১০টা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে।'

তিনি জানান, খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী যাচ্ছিল। আলমডাঙ্গা পার হয়ে হালসা স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, লুপ লাইনে দুর্ঘটনাটি ঘটে। এ রুটে ডাবল লাইন থাকার কারণে প্রধান রেললাইনটি সচল রয়েছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে সকাল ১০টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ ও পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

10h ago