ইবি থানা স্থানান্তরের প্রতিবাদ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: আনিস মন্ডল / স্টার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কে আড়াই ঘণ্টা অবস্থানের পর অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ইবির পাশের বিত্তিপাড়া, হরিনারায়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে জড়ো হন। দুপুর ১২টার দিকে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত তারা সড়কটি অবরোধ করে রাখেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন।'

ছবি: আনিস মন্ডল

২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে 'ঝাউদিয়া থানা' নামকরণ এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইবি ক্যাম্পাসে স্থানান্তর করে 'ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প' হিসেবে নামকরণ করার নির্দেশনা দেওয়া হয়।

দুপুর ২টা ২০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা  থেকে সরে যান।

Comments

The Daily Star  | English
Magura child rape case

Charges pressed in Magura rape, murder case

The charge sheet in the case filed over the rape and murder of an eight-year-old girl in Magura was submitted before court last night, police said.

1h ago