জন্মদিনেই বাসচাপায় নিহত হলেন এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন

রাজধানীর রামপুরা এলাকায় সোমবার রাতে বাসচাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম ২০০২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। ৩ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তার মা রাশেদা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলছিলেন, 'ছেলেটা আমার জন্মদিনেই মারা গেল।'
রাত ১০টার দিকে রামপুরা বাজার এলাকায় অনাবিল বাসের চাপায় প্রাণ হারান মাইনুদ্দিন। তিনি এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

মাইনুদ্দিন বাবা আবদুর রহমান ভান্ডারী পূর্ব রামপুরার মোল্লা বাড়ি এলাকায় চায়ের দোকানদার।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল দুপুরে খাওয়ার পর ছেলে জানালো যে তার পরীক্ষা ভালো হয়েছে। সে ভালো কলেজে পড়তে চেয়েছিল।'
'আমি ছেলেকে বললাম যে আমি অবশ্যই তাকে একটি ভালো কলেজে ভর্তি করব,' বলেন মাইনুদ্দিনের বাবা আবদুর রহমান।

তার চাচাতো ভাই মো. বাদশাহ দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাসা পূর্ব রামপুরা মোল্লা বাড়ি। মাইনুদ্দিন পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে অনাবিল বাস তাকে চাপা দেয়।
স্থানীয়রা ফোন দিয়ে তাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে মাইনুদ্দিনের মরদেহ দেখতে পান।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে রামপুরা এলাকায় রাস্তা অবরোধ করে বাস ভাঙচুর করে এবং কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ দ্য ডেইলি স্টারকে জানান, এসএসসি পরীক্ষার্থীকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককেও আটক করা হয়েছে।
Comments