দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

ফেনীর দাগনভূঞায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

নিহতের নাম মো. শাহিন (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঁঞা সেতুর পাশে সালামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহিন ফেনী থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সালামনগর গাইনবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহত শাহিনকে মহিপাল হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ জানান, ময়নাতদন্তের জন্য শাহিনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments