সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

সকাল ৮টা থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে নমুনা সংগ্রহ শুরু হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া/স্টার

তিনি জানান, বিশেষজ্ঞ দলটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা মরদেহ থেকে নমুনা সংগ্রহ করছে।

এই অগ্নিকাণ্ডে নিহত ৪৯ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ৩ জন ফায়ার সার্ভিসকর্মী নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Comments

The Daily Star  | English

From lost playgrounds to booming business

In the memories of those who grew up before the turn of the millennium, the playground was a second home.

5h ago