পাবনায় চারকোল কারখানার আগুন নিয়ন্ত্রণে

পাবনার বেড়ায় চারকোল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় রোববার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগরের কিউলিন ইন্ডাস্ট্রিতে এ আগুন লাগে।
খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ওসি জানান, ফ্যাক্টরিটিতে পাটকাঠি পুড়িয়ে চারকোল তৈরি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই সেখানে আগুন লেগে যায়।
তবে এ আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। কিন্তু ওই ফ্যাক্টরির অবকাঠামোগত ও আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ওসি।
Comments