বেলাই বিলে নৌকা ডুবে নানির মৃত্যু, নাতনি নিখোঁজ

গাজীপুরের বেলাই বিলে নৌকা ডুবিতে সাফিয়া বেগম (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার নাতি সায়মা আক্তার (৫) এখনো নিখোঁজ আছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের বেলাই বিলে নৌকা ডুবিতে সাফিয়া বেগম (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার নাতি সায়মা আক্তার (৫) এখনো নিখোঁজ আছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ওই বিলের সরাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানাধীন বাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই স্থানীয়দের বরাত দিয়ে জানান, নাতনি সায়মা আক্তারকে নিয়ে সাফিয়া বেগম সকাল ১০টায় ওই নদীর বন্দান ঘাট থেকে নৌকায় করে সরাইয়া এলাকায় যাচ্ছিল। ওই নৌকায় নানি-নাতিনসহ মোট ৬ জন যাত্রী ছিল। তাদের বহনকারী নৌকা বিলের মাঝামাঝি পৌঁছলে হঠাৎ পানিতে ডুবে যায়। স্থানীয়রা ৪ জনকে জীবিত উদ্ধার করলেও ষাটোর্ধ সাফিয়ার মরদেহ উদ্ধার করে। নিহতের নাতনি সায়মা আক্তারকে খুঁজে পাওয়া পায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশু সায়মা আক্তারকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Avoid heat stroke amid heatwave: DGHS issues eight directives

The Directorate General of Health Services (DGHS) released an eight-point recommendation today to reduce the risk of heat stroke in the midst of the current mild to severe heatwave sweeping the country

1h ago