গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ

গাজীপুরের পুবাইল মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে শিশুটির মা ও বাবা।
আজ রোববার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আগুনে শিশু রায়হান মারা গেছে। শিশুটির বাবা রিপন মিয়া (২৫) ও মা হাফিজা খাতুন (২০) হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি লিক করেছিল। ভোরে পোশাক কারখানায় কাজে যাওয়ার আগে রান্না করতে গিয়ে আগুন ধরানোর মুহূর্তেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শিশু রায়হানের মৃত্যু হয়।
গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
Comments