মিরসরাইয়ে ট্রাকচাপায় রিকশার ২ আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক-রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক-রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মোহাম্মদ রুবেল (৩০) ও রিকশাচালক মো. ইউসুফ (৪০)।

আজ মঙ্গলবার জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুফল চন্দ্র দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় আহত খোরশেদ আলম ও নাজমুল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাকটি আটক করলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh's rice output crosses 4cr tonnes for the first time

For the first time, Bangladesh has bagged more than 4 crore tonnes of rice in a fiscal year (FY) thanks to increasing yields of the most grown crop, according to official data..Local farmers have been gradually switching to high-yielding and hybrid varieties of the cereal grain, bringing t

48m ago