লালমনিরহাটে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু মারা গেছে।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ২ শিশু হলো- উত্তর গোবধা গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে আয়েশা খাতুন (২) ও তার ভাই রুবেল মিয়ার মেয়ে লাবিবা আক্তার (২)।
আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ও পরিবারের সদস্যরা জানান, শিশু ২টি বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সবার অজান্তে বন্যার পানিতে পড়ে যায় ২ জন। পরে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
Comments