ইভিএমে পেশিশক্তি দেখানোর সুযোগ নেই: সিইসি

রোববার কুমিল্লা জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কুসিক নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমে পেশিশক্তি দেখানোর সুযোগ নেই।

আজ রোববার কুমিল্লা জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, 'আপনারা আমাদের ওপর আস্থা রাখুন, আমরা কুমিল্লা সিটি নির্বাচনকে মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করব। নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে বলুন। নির্বাচন কমিশন আচরণ বিধি বাস্তবায়নে কঠোর থাকবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কোনো যুদ্ধ বা সংঘাত নয়, এখানে পেশিশক্তি ব্যবহার করার সুযোগ নেই। আপনারা পেশিশক্তি দিয়ে নির্বাচনে প্রভাব ফেলতে পারবেন না।'

'ইভিএম ব্যবহার করতে অসুবিধা হলে নির্বাচনী কর্মকর্তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, নির্বাচন কমিশন উপযুক্ত ক্ষেত্রে নির্বাচন ও প্রার্থীতা বাতিল করতে পারবেন। প্রার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেবে,' বলেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, 'এই নির্বাচন কমিশন স্থানীয় কোনো কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করেনি। কোনো পেশি শক্তির মাধ্যমে বা অন্যায়ের মাধ্যমে নির্বাচন জেতা যাবে না। ইভিএমে কোনো রকম জাল ভোট দেওয়ার ব্যবস্থা নেই। হাতের ছাপ না মিললে এজেন্টরা ভোটারকে শনাক্তের মাধ্যমে ভোট দিবেন।'

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, 'প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আস্থা আছে বলেই দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি।'

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল রিফাতের প্রতিনিধি আতিক উল্লাহ খোকন বলেন, 'সরকার দলীয় প্রার্থী হিসেবে অনেক প্রার্থী আমাদের বিরুদ্ধে নানা দোষ দিতে চায়। বিষয়টি যাচাই-বাছাই ছাড়া ঢালাওভাবে যেন দোষ না দেয়।'

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, 'যেহেতু কুমিল্লা শিক্ষিত মানুষের এলাকা। তাই অভিযোগ এলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago