পদ্মা সেতুর কাজ বাকি সোয়া ৫ শতাংশ

পদ্মা সেতু। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ৭৫ শতাংশ। ঘোষিত সময় অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যে সেতুর ৫ দশমিক ২৫ শতাংশ কাজ শেষ করতে হবে।

মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা। আর্থিক কাজের (ব্যয়) অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের।

তিনি বলেন, 'নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৮৫ দশমিক ২৫ শতাংশ ও আর্থিক অগ্রগতি ৭৬ দশমিক ৯১ শতাংশ। নদী শাসন কাজের চুক্তি মূল্য ৮৯৭২ দশমিক ৩৮ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৬৮৪৫ দশমিক ১১ কোটি টাকা। গ্যাস পাইপ স্থাপন কাজের অগ্রগতি ২৪ দশমিক ৮৯ শতাংশ।'

'সেতুতে ৫ হাজার ৮৩৪টি শেয়ার পকেটের মধ্যে ৪ হাজার ৫৮৮টি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ১২ হাজার ৩৯০টি প্যারাপেট ওয়ালের মধ্যে ৮ হাজার ৪৮৬টি স্থাপন করা হয়েছে। শেয়ার পকেট কাজের অগ্রগতি ৭৯ শতাংশ ও প্যারাপেট ওয়াল কাজের অগ্রগতি ৬৮ শতাংশ।'

তিনি আরও জানান, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ পুরোপুরি শেষ হয়েছে। এ খাতে বরাদ্দ ১৪৯৯ দশমিক ৫১ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে মোট বরাদ্দ ৪৩৪২ দশমিক ২৬ কোটি টাকা। পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট-আয়কর, যানবাহন ও বেতন-ভাতা এবং অন্যান্য খাতে বরাদ্দ ২৮৮৫ দশমিক ৩৬ কোটি টাকা।

সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া এবং ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, পরিবেশ ও অন্যান্য খাতে মোট ব্যয় ৭৯২৭ দশমিক ৮৩ কোটি টাকা।

সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের সবগুলো স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৩৮টি সুপারটি গার্ডারের সবগুলো স্থাপনের কাজ শেষ। এ ছাড়া ৮৪টি রেলওয়ে আই গার্ডার স্থাপনের কাজও শেষ।

এ প্রকল্পের মোট বাজেট প্রায় ৩০ হাজার ১৯৪ কোটি টাকা। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ২৬ হাজার ৪১ কোটি টাকা। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮ শতাংশ।

গত ৩১ আগস্ট পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি ছিল ৯৪ দশমিক ৫০ শতাংশ ও নদী শাসন কাজের অগ্রগতি ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

6h ago