পদ্মা সেতু এখন স্বপ্ন না বাস্তব, আমরা এভাবেই এগিয়ে যাব: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অনেকেই বলেছিল পদ্মা সেতু করতে পারবে না। কিন্তু সেই পদ্মা সেতু এখন স্বপ্ন না বাস্তব। আমরা এভাবেই এগিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাবে সেটা খেলাধুলা হোক, শিক্ষা কিংবা উন্নয়নে হোক।
আজ মঙ্গলবার বিকেলে শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেয়র আইভী বলেন, 'প্রতি বছর যখন আমাদের এই বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল কাপ শুরু হয়, তখনই শুধু আমরা মাঠে খেলার জন্য আগ্রহ প্রকাশ করি। এছাড়া, কোনা দলকে খুব বেশি পৃষ্ঠপোষকতা করি না। আমার মনে হয়, সারা বছর যদি কোনো না কোন খেলার আয়োজন করা হয়, সেটা জেলা প্রশাসন থেকেই হোক বা সিটি করপোরেশন কিংবা পুলিশ প্রশাসন থেকে হোক। তাহলে কিন্তু মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধ থেকে আমাদের বাচ্চারা দূরে থাকতে পারবে। কিশোর অপরাধ বা কিশোর গ্যাং যেভাবে বেড়ে উঠছে, এটা কমাতে আমার মনে হয় খেলাধুলা ও সংস্কৃতি বিকাশের কোনো বিকল্প নেই। আমরা সেদিকেও চিন্তা করতে পারি।'
তিনি বলেন, 'আমরা চাই যে, নারায়ণগঞ্জ তার পুরানো ঐতিহ্য আবার ফিরিয়ে নিয়ে আসুক। আশরাফউদ্দিন চুন্নু, মোনেম মুন্না থেকে শুরু করে প্রচুর ফুটবলার ছিলেন, ক্রিকেটার ছিলেন। যারা এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা মাতিয়ে রাখত। আমরা চাই আমাদের মাঝে ওরকম খেলোয়াড় আবার বের হয়ে আসুক। খেলার প্রসার ঘটুক। ব্রাজিলকে যেমন সারা পৃথিবীতে শুধু খেলার জন্য চেনে, আমাদেরও তো সেভাবে চিনতে পারে। আমরা শুধু নেই নেই বলে পিছিয়ে যাব না।'
আইভী বলেন, 'আমরা এই নারায়ণগঞ্জে একসঙ্গে উন্নয়ন করতে চাই। আসুন আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জের উন্নয়নে মনোনিবেশ করি। নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাই।'
উল্লেখ্য, আজ বিকেল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২-এর ফাইনাল খেলা হয়। এতে সোনারগাঁও উপজেলা বালিকা ফুটবল টিমকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বালিকা টিম। আর বিকেল ৫টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২-এর ফাইনালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বালক ফুটবল টিমকে ট্রাইবেকারে ৪-৫ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা ফুটবল টিম।
Comments