বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে ১৩ কিলোমিটার যানজট

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়েছে,। ছবি: সংগৃহীত

অতিরিক্ত গাড়ির চাপ এবং রাস্তায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ সড়কের ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যাত্রী, পরিবহনকর্মী ও হাইওয়ে পুলিশ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে ঈদ শেষে আজ শুক্রবার কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যানজটের ফলে গন্তব্যে যেতে স্বাভাবিকের চেয়ে ২-৩ গুণ সময় বেশি লাগছে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ সড়কের যানজট। ছবি: সংগৃহীত

সন্ধ্যা সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাগুলো থেকে ঢাকামুখী গাড়ির চাপে সেতুর পশ্চিম প্রান্তে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা রয়েছে।

সন্ধ্যা ৭টায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে যানজট অব্যাহত ছিল।

সূত্র জানায়, শুক্রবার সারাদিন সেতুর উভয় প্রান্তে দুইমুখী যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। তবে সেতুর উপর কোন জট নেই।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ১০টার দিকে সেতুর পূর্ব সংযোগ সড়কের আনালিয়াবাড়িতে একটি আমবোঝাই ট্রাক রাস্তায় উল্টে গেলে যানজট শুরু হয়।'

তিনি জানান, ট্রাকটি রাস্তা থেকে সরানোর পর সাড়ে ১১টা থেকে যানজট কমতে থাকে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরের দিকে একই মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে গেলে মহাসড়কে আবার যানজট সৃষ্টি হয়।

তবে যানজট নিরসনে পুলিশ মহাসড়কে কাজ করছে বলে জানান তিনি।

এর আগে ঈদের আগে টানা ৩ দিন এই মহাসড়কে তীব্র যানজটে অসহনীয় ভোগান্তির শিকার হয় ঘরে ফেরা লাখো মানুষ।

Comments

The Daily Star  | English

Govt to procure potato directly from farmers this year

The agricultural adviser visits BADC’s cold storage, central seed testing laboratory, and vegetable seed processing centre

45m ago