বরিশালের সাবেক মেয়র আহসান হাবিবের মৃত্যু, জানাজা বাদ জোহর

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎসবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালের জানাজা আজ রোববার বাদ জোহর বরিশাল জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
আহসান হাবিব কামাল
আহসান হাবিব কামাল। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎসবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালের জানাজা আজ রোববার বাদ জোহর বরিশাল জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি গতকাল শনিবার রাত ১১টায় রাজধানীর বনানীতে নিজ বাসভবনে মারা যান।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাবেক মেয়র আহসান হাবিব কামাল দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। প্রায় ২ সপ্তাহ আগে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার কিছুটা সুস্থ বোধ করায় তাকে বনানীর বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তিনি মারা যান।'

'রাতেই তার মরদেহ বরিশাল শহরের কালু শাহ সড়কে নিজ বাসভবনে নেওয়া হয়' উল্লেখ করে বিএনপি নেতা আরও বলেন, 'আজ বাদ জোহর বরিশাল জিলা স্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।'

তিনি জানান, আহসান হাবিব কামাল দীর্ঘদিন বরিশাল পৌরসভার কমিশনার, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মেয়র ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে বরিশাল জেলা মহানগর বিএনপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আহসান হাবিব কামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬8 বছর। তিনি স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Comments