‘বাংলাদেশে সমরাস্ত্র পরিবাহী কার্গো উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত’

বাংলাদেশের জন্য সমরাস্ত্র পরিবাহী একটি কার্গো উড়োজাহাজ উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স
বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

বাংলাদেশের জন্য সমরাস্ত্র পরিবাহী একটি কার্গো উড়োজাহাজ উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

আজ রোববার আলজাজিরা, এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গভীর রাতে বিধ্বস্ত হওয়ার পর কার্গো উড়োজাহাজটি থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। গ্রীক শহর কাভালার কাছে পালেওচরি গ্রামে এটি বিধ্বস্ত হয়।

আজ সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ জানিয়েছেন, দুর্ঘটনায় উড়োজাহাজের ৮ জন ক্রুয়ের সবাই মারা গেছেন।

তিনি বলেন, আন্তোনভ অ্যান-১২ নামে কার্গো উড়োজাহাজটি প্রায় ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।

একটি স্থানীয় চ্যানেলের ভিডিও ফুটেজে একটি মাঠের ওপর বিধ্বস্ত উড়োজাহাজটির চিহ্ন দেখা গেছে এবং সেটি বিধ্বস্ত হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেছে।

স্থানীয়রা উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর অন্তত ২ ঘণ্টা আগুনের গোলা দেখতে পান এবং বিস্ফোরণের শব্দ শুনতে পান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যা বুঝতে পেরে তাৎক্ষণিক কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ পাঠান পাইলট। তবে, বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সমরাস্ত্রগুলো সার্বিয়ায় তৈরি। সর্বশেষ গন্তব্য ঢাকায় পৌঁছানোর আগে কার্গো উড়োজাহাজটির জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রা বিরতি নেওয়ার কথা ছিল।

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago