ময়লার গাড়িটি আমাদের কাজে ব্যবহৃত হয় না: ডিএসসিসি

রাজধানীর মোহাম্মদপুরে আজ সকালে একটি বাসকে ধাক্কা দেওয়া নগরীর বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয় বলে জানিয়েছে সংস্থাটি।
এই গাড়িটি বাসকে ধাক্কা দিলে এক নারী আহত হন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে আজ সকালে একটি বাসকে ধাক্কা দেওয়া নগরীর বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয় বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে বাসস্ট্যান্ড এলাকার এ ঘটনায় বাস থেকে নামতে গিয়ে ৬৫ বছর বয়সী এক নারী আহত হন।

বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ওই ট্রাকটির গায়ে ডিএসসিসির স্টিকার লাগানো ছিল।

ডিএসসিসি জানায় এই গাড়ি তাদের কাজে ব্যবহৃত হয় না। ছবি: সংগৃহীত

তবে ডিএসসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে কিংবা করপোরেশনের অন্যান্য কোনো কার্যক্রমে 'যশোর ট-১২৩৬' নম্বরের কোনো গাড়ি ব্যবহৃত হয় না।

করপোরেশনের গাড়ির তথ্যভাণ্ডারেও ওই গাড়ির উল্লেখ নেই বলে জানায় ডিএসসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কথিত ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন নয়। কোনো ব্যক্তি বা মহল অসাধু উদ্দেশ্য সাধনে কোনো সংস্থার নাম কাগজে কিংবা স্টিকারে ছাপিয়ে তা সংশ্লিষ্ট সংস্থার মালিকানা বহির্ভূত অন্য কোনো গাড়িতে সেটে দিলেই সেই গাড়িটি সংশ্লিষ্ট সংস্থার গাড়ি হয়ে যায় না।'

এদিকে ওই গাড়িটি উত্তর সিটি করপোরেশনেরও নয় বলে নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ গাড়িটি তাদের নয় বলে দাবি করেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago