খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে প্রেসক্লাবে বিএনপির সমাবেশ

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ। ছবি: এমরান হোসেন/স্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে তাকে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করছেন দলের নেতা-কর্মীরা।

আজ রোববার সকাল ৯টা থেকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত এ সমাবেশ শুরু হয়।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানান, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।

তিনি আরও জানান, প্রেসক্লাবের সামনে অস্থায়ী মঞ্চে বিএনপির নেতারা বক্তৃতা করছেন। বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

August 21 grenade attack cases: SC upholds acquittal of Tarique, Babar

The acquittal followed hearings on death references and appeals filed by several convicts

10m ago