খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ রোববার সকালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি নেই। তিনি কথা-বার্তা বলতে পারছেন।'

গতকাল হার্টে রিং পরানোর পর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন বলে জানান শায়রুল কবির।

তিনি আরও জানান, বাসার ব্যক্তিগত সহকারীরা হাসপাতালেও খালেদা জিয়ার সঙ্গে আছেন। এ ছাড়া, খালেদা জিয়ার ভাই, বোন ও ভাবি নিয়মিতভাবে তাকে দেখে যাচ্ছেন।

খালেদা জিয়ার করোনা সংক্রান্ত কোনো জটিলতা নেই। গতকাল হাসপাতালে তার শ্বাসকষ্ট (সাফোকেশন) দেখা দিলেও, আজ শ্বাসকষ্ট হচ্ছে না বলেও জানান শায়রুল কবির।

Comments